সকল মেনু

বড়পুকুরিয়া দুর্নীতি মামলার রায়ের দিন ৫ এপ্রিল ধার্য

খালেদাকোর্ট রিপোর্টার : বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট। এ নিয়ে মামলার রায়ের দিন দ্বিতীয়বারের মত পেছালো।

রোববার দুপুরে রায়ের দিন পেছানোর জন্য আবেদন জানান বেগম জিয়ার আইনজীবীরা। পরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ বি এম হাসানের নেতৃত্বে দুই সদস্যের একটি দ্বৈত বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। বেগম জিয়ার আইনজীবীরা শুনানি করতে চাইলে নির্ধারিত দিনে শুনানি করতে পারবেন।

২০০৮ সালে বেগম জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। ওই বছরই মামলাটির বাতিল চেয়ে আবেদন করলে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top