সকল মেনু

পামের আঘাতে ভানুয়াতুতে নিহত ৮, সাহায্যের আহ্বান

vanuatu-pamআন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় পামের আঘাতে এখন পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভানুয়াতুতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

শুক্রবার রাতে ঘণ্টায় ২শ’ ৭০ কিলোমিটার বেগে ভানুয়াতুতে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় এখন ফিজির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

পাঁচ মাত্রার শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার বহু বসতবাড়ি। পুরো দেশটিতে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে হলে আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।

এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে সেখানে। এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন ভানুয়াতুর প্রেসিডেন্ট ব্যাল্ডুইন লন্ডসডেল।

ভানয়াতুতে আঘাত হানার আগে পাম কিরবাতি ও সলোমন দ্বীপেও আঘাত হানে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top