সকল মেনু

ক্লিনিক মালিকের নির্যাতনের শিকার এক গৃহবধূ বিচার বঞ্চিত

  এস, আই মল্লিক, ঝিনাইদহ থেকে: সন্তানের জীবন ও নিজের সম্ভ্রম বাঁচাতে সদ্য অপারেশন হওয়া শিশুপুত্র নিয়ে নিরুপায় এক মা ক্লিনিক ছেড়ে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগী রহিমা বেগম ও তার স্বজনরা জানান, গত ৯মার্চ রাতে পুত্র ইমন (৯)’র পেটে অসহনীয় যন্ত্রনা শুরু হলে হাসপাতাল সংলগ্ন একতা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার পর ইমনের এ্যাপেনডিজ অপারেশন করা হয়। ছেলেকে দেখভালের জন্য মা ক্লিনিকে থেকে যান। অপারেশনের পর থেকে ক্লিনিক মালিক ষ্টার রোগীর খোঁজ খবর নেয়ার অজুহাতে তাদের কক্ষে প্রয়োজনে অপ্রয়োজনে যাতায়াত শুরু করে। প্রায়ই তাকে আপত্তিকর অঙ্গভঙ্গিসহ নানা ভাবে উত্যক্ত করতে থাকে। এমন কি রহিমাকে ষ্টারের মোবাইলে ধারণ করা পর্ণোছবি দেখায়। দেয়া হয় কু-প্রস্তাব । এক পর্যায়ে গত বুধবার রাতে রহিমাকে ক্লিনিকের এক্স-রে কক্ষে বিশেষ কথা আছে বলে ডাকতে থাকে। অবস্থা  বেগতিক দেখে সে স্বামী ও স্বজনদের খবর দেয়। খবর পেয়ে তারা অসুস্থ পুত্রকে স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করে। ক্লিনিক মালিক ষ্টারের অমানবিক আচরণের বিচার চেয়ে স্বামী আব্বাস উদ্দিন ওই রাতেই (১১ মার্চ) থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ উক্ত ক্লিনিকে হানা দেয়। কিন্তু ঘটনার পর থেকেই অভিযুক্ত ক্লিনিক মালিক পলাতক রয়েছে। এদিকে ষ্টারের চাচা ক্ষমতাসীন দলের মহেশপুরের নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের তদবির ও দৌরাত্বের কারণে সংশি¬ষ্ট প্রশাসন অসহায় হয়ে পড়েছে। বিষয়টি আপোষ রফার জন্য প্রত্যক্ষ সহযোগীতা করছেন কোটচাঁদপুর আঃলীগ নেতা কায়দার রহমান। দু’ নেতার দাপটে রুচি বর্জিত অপরাধী ষ্টার পার পেতে চলেছে। ক্লিনিক ব্যবসার আড়ালে ষ্টারের বিরুদ্ধে ইতিপূর্বেও নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আঃলীগ নেতা সাজ্জাদ বলেন ষ্টার আমার ভাইপো। ঘটনাটি নিষ্পত্তির জন্য কায়দার ভাইকে দায়িত্ব দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top