সকল মেনু

রিমান্ড বাতিল চেয়ে মান্নার জামিন আবেদন

 আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: রাজধানীর গুলশান থানায়র রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এর ফলে মান্নার রিমান্ড বহাল থাকলো। একই সঙ্গে মান্নার জামিন আবেদন নাকচ করা হয়েছে।ঢাকা মহানগর হাকিম মো. মিজানুর রহমান এ আদেশ দেন। এরাাগে মান্নার আইনজীবী আব্দুল মান্নান খান এই আবেদন করেন। সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডে পায় পুলিশ। পরে ওই রিমান্ড শেষে  রাষ্ট্রদ্রোহের মামলায় আবারো ১০ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। এই রিমান্ডে থাকা কালিন সময় মাহমুদুর রহমান মান্না গুরুতর অসুস্থ হয়ে পরলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরআগে মান্না-খোকা ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে মাহমুদুর রহমান মান্নাকে আটক করা হয়। পরে সেনা বিদ্রোহে উস্কানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় মহানগর পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top