সকল মেনু

উপাচার্য অপসারণের আন্দোলনে একাত্মতা

 ইকবাল হোসেন, রংপুর ব্যুরো: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর অপসারনের দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও  সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে পার্কের মোড় এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়ে তাঁরা এই আন্দোলনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন। উপাচার্যকে অপসারণের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দেলন করে আসা ‘সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ’ এই মানববন্ধনের আয়োজন করে। কর্মকর্তা শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, কমিউনিস্ট পার্টির রংপুর জেলা সভাপতি কমরেড শাহাদত হোসেন, জাসদের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সমন্বয়ক সাখাওয়াত রাঙ্গা, ঘাতক দালাল নির্মুল কমিটির রংপুর জেলা সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু, বাসদ রংপুর জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, কারমাইকেল কলেজের সাবেক ভিপি খন্দকার শহিদুল খুররম, গণতন্ত্রী পার্টি রংপুর জেলার সভাপতি নীপেন্দ্র নাথ রায়, জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি শহিদুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান ময়না, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক এমদাদুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ, সহ-সভাপতি ড. একেএম ফরিদ উল ইসলাম, কোষাধ্যক্ষ আলী রায়হান সরকার, যুগ্ম-সম্পাদক রফিউল আজম খান, সদস্য ড. গাজী মাজহারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান, গোলাম মোস্তফাসহ কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী। বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল ও ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top