সকল মেনু

দিনাজপুর পৌর শহরে ডাস্টবিনগুলির বেহাল অবস্থা

 স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর পৌর শহরে ডাস্টবিনগুলি নিয়মিত পরিস্কার না হওয়ায় এলাকাবাসীরা ভোগান্তিতে পড়েছে। শহরের কিছু নির্দিষ্ট এলাকা ছাড়া পাড়া-মহল্লার ভিতরের এলাকায় ডাস্টবিনগুলি নিয়মিত পরিস্কার হচ্ছে না। পৌরসভার উদাসীনতা আর দায়িত্বহীনতার কারণে শহরবাসী ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। ডাস্টবিনের আবর্জনা কুকুর-বিড়ালে টেনে ছিটিয়ে দিচ্ছে রাস্তার উপর, এতে নষ্ট হচ্ছে পরিবেশ। আর পথচারীকে দুর্গন্ধ থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে চলাফেরা করতে হচ্ছে। এখন দিনাজপুর পৌরসভার অবস্থা লেজে-গোবরে। আর পৌরবাসীর অবস্থা গোবরে কাপড়ে। এই ডাস্টবিনের ছবিটি তোলা হয়েছে দিনাজপুর পৌর শহরের রামনগর ইন্দ্রিরা মোড় থেকে। উক্ত ডাস্টবিনের ২ শত গজের মধ্যে রয়েছে একজন মহিলা কাউন্সিলরসহ অন্তত হাফ ডজন কর্মকর্তা-কর্মচারীদের বাসগৃহ। শুধু রামনগরেই নয় এ অবস্থা বিরাজ করছে দিনাজপুর পৌর শহরের প্রতিটি পাড়া-মহল্লায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top