সকল মেনু

বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের ছক্কার রেকর্ড

image_35376ক্রিড়া প্রতিবেদক : বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
২০০৭ এর আসরে অস্ট্রেলিয়ার বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হেইডেন ১৮ ছক্কা হাকিয়ে রেকর্ড গড়েন। এবারের আসরের প্রথম পাঁচ ম্যচে ১৮ ছক্কা হাকিয়ে তার রেকর্ড স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান গেইল।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৯ রানের এক ইনিংস খেলার পথে চারটি ছক্কা হাকান ডি ভিলিয়ার্স। এই বিশ্বকাপে তার ছক্কা হলো এক কুড়ি।

জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রান করার পথে প্রথম ছক্কাটি হাকান ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে ৩০ রান করার পথে একবারও বল উড়িয়ে সীমানা পার করতে পারেননি তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top