সকল মেনু

বেগম জিয়ার আবেদনের শুনানি অবকাশকালীন ছুটির পর

85003কোর্ট রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে করা আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর।

বৃহস্পতিবার সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে হাইকোর্টে দুই সদস্যের একটি বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।  গত ২৫ ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বকসিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩।

এ প্রেক্ষিতে গত ৩ মার্চ গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে এবং ২৮ জানুয়ারি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা।  এই আবেদনের উপর গত ৫ মার্চ প্রাথমিক শুনানি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top