সকল মেনু

যুক্তরাষ্ট্রে ফার্গুসনের প্রধান পুলিশ কর্মকর্তার পদত্যাগ

fer-resign-14155আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরিতে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় পদত্যাগ করেছেন ফার্গুসনের প্রধান পুলিশ কর্মকর্তা টম জ্যাকসন।

গত বছরের অগাস্টে ফার্গুসন শহরে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হন। এরপর গত সপ্তাহে পুলিশ সেন্ট লুইস শহরতলীর বার্কলের একটি গ্যাস স্টেশনে অ্যান্টোনিও মার্টিন নামে ১৮ বছর বয়সী আরও এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুরো শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ফার্গুসন পুলিশ ও আদালতের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনলে মেয়র জন শ’ সহ একজন বিচারক ও দুইজন পুলিশ পদত্যাগ করেন। এবারে পদত্যাগ করলেন টম জ্যাকসন। ১৯ মার্চ থেকে তিনি আর পুলিশ প্রধানের দায়িত্বে থাকছেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top