সকল মেনু

জিহাদ মৃতের ঘটনায় প্রকৌশলী ২ দিনের রিমান্ডে

 কোর্ট রিপোর্টার,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: রাজধানীর শাজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি প্রকৌশলী আব্দুস সালাম ওরফে শফিকুল ইসলামকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বুধবার প্রকৌশলী আব্দুস সালামকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। মহানগর হাকিম রেজাউল করিমের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন । গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে বাসার কাছে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকেল তিনটার দিকে জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জিহাদের বাবা নাসির ফকির ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় ‘দায়িত্বে অবেহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলার দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক প্রকৌশলী আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। এর আগে গত ৮ মার্চ  প্রকৌশলী আব্দুস সালাম আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top