সকল মেনু

চাঁদপুর কোষ্টগার্ড এক মাসে ৪৫ কোটি টাকার কারেন্ট জাল আটক করেছে

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসের ২৮ দিনে কোষ্টগার্ড চাঁদপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে  প্রায় ৪৫ কোটি টাকার কারেন্ট জাল আটক করেছে। এসময়কালে ১১ হাজার ৮শ’২০ কেজি জাটকাও আটক করা হয়েছে। আটককৃত কারেন্ট জাল ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে এবং জাটকা গরীব ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে। কোষ্টগার্ডের চাঁদপুর ষ্টেশন সূত্রে জানা যায়, পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে ৮৯ টি অভিযান পরিচালনা করা হয় ফেব্রুয়ারি মাসে। এসব অভিযানে ১ কোটি ১ লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১১ হাজার ৮শ’ ২০ কেজি জাটকা, ১ টি নৌকা, ২ টি পিক-আপ ভ্যান/ ট্রাকসহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এক মাসে ৪৫ কোটি ৫২ লাখ ৮৩ হাজার টাকার জাল, জাটকা ও অন্যান্য উপকরণ আটক করা হয়েছে। মার্চের গত কয়েক দিনে  বিপুল পরিমাণ কারেন্ট জাল, জাটকা আটক করা হয়েছে। কোষ্টগার্ডের স্টেশন ইনচার্জ জানান, কোষ্টগার্ড শতভাগ আন্তরিকতা, নিষ্ঠার ও সততার সাথে দেশের ইলিশ সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোন ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে কোষ্টগার্ডের সদস্যরা জড়িত নয় বলে উল্লেখ করে তিনি বলেন, তারপরও কিছু কিছু পত্রিকায় কোষ্টগার্ডকে জড়িয়ে নানা ধরনের কাল্পনিক ও অসত্য সংবাদ প্রকাশ করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি এ বিষয়ে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভ’মিকা প্রত্যাশা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top