সকল মেনু

লিবিয়ায় অপহৃতরা আইএসের হাতে জিম্মি কিনা তা নিশ্চিত নয়

foreing-minisনিজস্ব প্রতিবেদক : লিবিয়ার সিরত শহরের একটি তেল ক্ষেত্র থেকে অপহৃত হওয়া দুই বাংলাদেশীসহ নয় বিদেশী নাগরিক আইএসের হাতে জিম্মি কিনা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

এসময় জিম্মি থাকা দুই বাংলাদেশী আইএস ছাড়া অন্য জঙ্গিগোষ্ঠীর হাতে জিম্মি থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘শুরুর দিকে আইএসকে ধারনা করলেও এখন পর্যন্ত স্বীকারোক্তি না পাওয়ার কারণে খতিয়ে দেখা হচ্ছে যে এটি লিবিয়ার বিবাদমান কোন গ্রুপের কাজ নাকি সত্যিকার অর্থে আইএসের কাজ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top