সকল মেনু

বান্দরবানে বুধবার সকাল থেকে ৭২ ঘণ্টা হরতাল চলছে

bander-hartaবান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বুধবার ভোর ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল চলছে। জাগো পার্বত্যবাসী নামে একটি সংগঠন এই হরতালের ডাক দিয়েছে। পাহাড়ে সন্ত্রাস, অপহরণ, হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জেএসএস সভাপতি সন্তু লারমার বান্দরবান সফরকে ঘিরে এই কর্মসূচির আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হরতাল আহ্বান করা হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক আবিদুর রহমান।

এসময় পাহাড়ে চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ, হত্যাকাণ্ডের জন্য জেএসএস সভাপতি সন্তু লারমাকে দায়ী করেন সংগঠনের নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top