সকল মেনু

কোটচাঁদপুরে শেষ হলো কৃষি ও প্রযুক্তি মেলা

 এস,আই মল্লিক, ঝিনাইদহ: নানা অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদে আয়োজিত ৩ দিনের কৃষি ও প্রযুক্তি মেলা ২০১৫। অন্যদিকে কর্তৃপক্ষের উদাসীনতা, স্বেচ্ছাচারি মনোভাব ও অদক্ষতার ফলে মেলার জন্য বরাদ্দকৃত ১ লক্ষ টাকা নয়-ছয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, প্রতি বছরের ন্যয় এ বছরও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক গত ৬ থেকে ৮ মার্চ ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। বিগত বছরগুলোতে কৃষি অফিস সুনাম ও দক্ষতার সাথে মেলার আয়োজন করে জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে প্রশংসা কুড়ালেও এবারের মেলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। কর্তৃপক্ষের উদাসীন মনোভাব, খামখেয়ালীপনা, অদক্ষতা আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি বরাদ্দ নয়ছয় করে হাতিয়ে নেয়ার কারণে এবার কৃষি ও প্রযুক্তি মেলা নামমাত্র মেলায় পরিণত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুজিব নগর সমন্বিত প্রকল্পের আওতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অজ্ঞাত কারণেই হাজির হননি উপজেলা চেয়ারম্যানদ্বয়। আবার সংশ্লিষ্টদের অদক্ষতার কারণে মেলার ব্যানার দু’বার করে লেখার পরও সেই ব্যানারে ভুল থেকেই যায়। এদিকে মেলার বিষয়ে তেমন কোন প্রচার প্রচারণা না থাকায় উদ্বোধনী অনুষ্ঠানসহ মেলা চলাকালীন সময়ে স্টলগুলোতে জনসমাগম ছিলনা বললেই চলে। স্থানীয় কিছু দর্শনার্থী মেলায় ঘুরতে আসলেও অধিকাংশ ব্যক্তিই অভিযোগ করেন, এবার মেলার পরিবেশতো দুরের কথা গেইট ও স্টলগুলোকেও সুসজ্জিত করা হয়নি। অপরদিকে মেলায় শিক্ষামূলক কোন স্টল না থাকায় অনেককেই তীর্যক মন্তব্য করতে শোনা যায়। অথচ, মেলার ডেকোরেশন ও লাইটিং বাবদই ২১ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য খাতের বরাদ্দের সমুদয় টাকা নয়ছয় করে হাতিয়ে নেয়া হয়েছে বলে সূত্র জানায়। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top