সকল মেনু

ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী মৌমাছি পালন প্রশিক্ষণ

Kaligonj, JHenidah BEE  photoএস. আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ  উন্নয়ণ প্রকল্পের আওতায় ১৫ দিন ব্যাপী মৌমাছি পালন প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জ পৌরসভাধীন বলিদাপাড়ার প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রের হলরুমে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন। বিসিকের ডেপুটি ম্যানেজার সন্তোষ কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, বিসিক এর সম্প্রসারণ কর্মকর্তা সেলিনা পারভীন, দৈনিক যায়যায়দিন ও চ্যানেল আই এর ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এসএম শাহীন হোসেন প্রমুখ। প্রশিক্ষণে ৫ পরিবারের ১০জন ও আরো অতিরিক্ত ১৫ জনসহ মোট ২৫ জন প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top