সকল মেনু

হাটহাজারীতে দগ্ধ অটোরিকশা চালকের মৃত্যু

ctg-followচট্টগ্রাম প্রতিনিধি : পেট্রোল বোমা সহিংসতায় মারা গেলেন আরো একজন। ৬ দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করার পর মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাটহাজারীতে পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা চালক সাবের।

গত ৪ মার্চ রাতে যাত্রী নিয়ে হাটহাজারী থেকে ফটিকছড়ি যাওয়ার পথে চারিয়া মাদ্রাসা এলাকায় তার অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়া হয়। এতে এক যাত্রীসহ মারাত্মক দগ্ধ হন তিনি। ঘটনার তিন দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান যাত্রী রঞ্জিত নাথ।

এদিকে, এ ঘটনার পর পরই ১৬ জনকে আটক করে পুলিশ। এরমধ্যে কামাল হোসেন ও ইকবাল হোসেন নামে দু’জন নাশকতা চালানোর অর্থদাতা ও পরিকল্পনাকারীর নাম প্রকাশ করে গতকাল আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top