সকল মেনু

বিরল সায়েন্স একাডেমী সেরা ক্লাব

 বেলাল উদ্দিন, দিনাজপুর: ১৩ তম জাতীয় গণিত উৎসবে দিনাজপুরের বিরল সায়েন্স একাডেমী সেরা ক্লাব এর ক্রেষ্ট অর্জন করায় উক্ত ক্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট অর্পন করেছে বিরল সায়েন্স একাডেমী কর্তৃপক্ষ। সোমবার সকালে বিরল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাপহ আল খায়রুমের নিকট ত্রয়োদশ জাতীয় গণিত উৎসবে বিরল উপজেলার বিভিন্ন  বিদ্যালয়ের অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরাসহ এই ক্রেষ্ট অর্পন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিরল সায়েন্স একাডেমীর স্থানীয় সমন্বয়ক ও বিরল বোর্ডহাট মহাবিদ্যালয়ের ইংরেজী বিষয়ের প্রভাষক বিধান কুমার দত্ত, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, বিরল প্রেস ক্লাব এর সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও উক্ত উৎসবে অংশগ্রহণে সার্বিক সহযোগিতা করেন, বিরল সায়েন্স একাডেমীর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা আনোয়ারুল কাদির আলাল। বিরল সায়েন্স একাডেমী এই সম্মান অর্জন করায় বিরল উপজেলা প্রশাসনসহ উপজেলার আপামর জনগণ সায়েন্স একাডেমী কর্তৃপক্ষকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য, “গণিত শেখো, স্বপ্ন দেখো” স্লোগানে ৬ মার্চ/১৫ শুক্রবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দিন ব্যাপী ১৩ তম জাতীয় গণিত উৎসব এর আয়োজন করেছিল। উক্ত গণিত উৎসবে বিরল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বিরল সায়েন্স একাডেমীর সহযোগিতায় অংশ নিয়েছিল এবং উক্ত অনুষ্ঠানে বিরল সায়েন্স  একাডেমী দেশ সেরা ক্লাব হিসাবে ভূষিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top