সকল মেনু

ভারতে সোয়াইন ফ্লুতে আরও ৫১ জনের মৃত্যু

india-swineআন্তর্জাতিক ডেস্ক : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ভারতের মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রোববার নতুন করে দেশটিতে ৫১ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে সোয়াইন ফ্লুতে ভারতে রোববার পর্যন্ত এক হাজার ৩শ ৭০ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, মহারাষ্ট্রে রোববার নতুন করে ১০ জন মারা যায়। এ নিয়ে প্রদেশটিতে মৃতের সংখ্যা ২শ’ ১১ এ দাঁড়িয়েছে।

এ পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে গুজরাটে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রদেশটিতে ৩২২ জন মারা গেছে। এবং আক্রান্তের সংখ্যা সাড়ে পাচ হাজারের বেশি । এর পরেই রাজস্থানের অবস্থান। এখানে ৩২১ জন মারা গেছে।

এছাড়া, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, দিল্লি, হরিয়ানা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, কাশ্মীর, পাঞ্জাবসহ ভারতের বিভিন্ন প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাঁড়িয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top