সকল মেনু

এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল বন্দর কাস্টমস ও ইমিগ্রেশন পরিদর্শন

 যশোর প্রতিনিধি: ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ৩৩ সদস্যের একটি প্রতিনিধিদল অভিজ্ঞতা অর্জনে রোববার বেনাপোল স্থলবন্দর, চেকপোষ্ট কাষ্টমস-ইমিগ্রেশন ও চেকপোষ্ট বিজিবি ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিয়াল এডমিরাল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এনডিসি এএফডাব্লিউসি ও মেজর জেনারেল মাসুদ রাজ্জাক এনডিসি. এএফডাব্লিউসি, পিএসসি। বিকেলে প্রতিনিধিদলটি বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী  বিজিবি ও বিএসএফের  ‘রিট্রিট সেরিমনি’ অনুষ্ঠান উপভোগ করেন। প্রতিনিধিদলে নাইজেরিয়া, শ্রীলংকা, সৌদি আরব, ওমান, ইপিজ্টি ও ভারতের ৯ জন বিদেশীসহ দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ৩৩ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। প্রতিনিধিদলটি বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে পৌছালে বর্ডার গার্ড বাংলাদেশের খুলনার সেক্টার কমান্ডার কর্ণেল খলিলুর রহমান ও যশোর ২৬ বিজিবি‘র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন তাদের সংবর্ধনা জানান। এসময় বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লাহ, বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, পৌর মেয়র আশরাফুল আলম লিটন উপস্থিত ছিলেন। রোববার সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রতিনিধি দলটি বেনাপোল বন্দর, আমদানি-রপ্তানি প্রক্রিয়া, পাসপোর্টযাত্রী পারাপার, স্বাস্থ্য বিভাগ, শুল্কায়ন প্রক্রিয়া এবং পণ্য খালাস প্রক্রিয়া সরেজমিন পরিদর্শন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের স্টাফ অফিসার ক্যাপ্টেন আরেফিন জানান, বেনাপোল বন্দর, আমদানি-রপ্তানি প্রক্রিয়া, পাসপোর্টযাত্রী পারাপার, শুল্কায়ন প্রক্রিয়া এবং পণ্য খালাস প্রক্রিয়া সরেজমিন দেখা প্রশিক্ষণের মধ্যে একটি বিষয়। সে কারণে এখানে আসা। বিকেলে প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্টে বিজিবি ও বিএসএফের সদস্যদের ‘রিট্রিট সেরিমনি’ অনুষ্ঠান উপভোগ করেন। সেখানে দু‘দেশের জাতীয় পতাকা এক সাথে নামানো ও সম্মান প্রদর্শন প্রত্যক্ষ করেন। এ সময় সেখানে উভয় দেশের শিল্পীরা নাচ ও সংঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যায় প্রতিনিধিদলটি বেনাপোল ত্যাগ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top