সকল মেনু

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 মো. আমিরুজ্জামান, নীলফামারী ০৮ মার্চ: নারীর ক্ষমতায়ন -মানবতার উন্নয়ন শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে প্রশাসনের কার্যালয় হতে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জাতীয় মহিলা সংস্থা নীলফামারীর চেয়ারম্যান রাবেয়া আলিম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক দৌলত জাহান প্রমুখ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অপরদিকে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সৈয়দপুরে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু ও সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ্ মো. মুসা জঙ্গী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহ্জাদী। এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সৈয়দপুর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক কহিনুর বেগম, সৈয়দপুর পৌরসভার মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, কাশিরাম বেলপুকুর ইউপি’র মহিলা সদস্য মোছা. লাকী বেগম, প্রতিবন্ধীদের স্ব-সংগঠন ল্যাম দলের সদস্য মোছা. মমতা বেগম, সৈয়দপুর বধির কল্যাণ সংস্থার সভাপতি মো. ওয়াদুদ আলম প্রমূখ। আলোচনা সভাাটি উপস্থাপনা করেন রিইব্’র স্ট্রাইভ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর প্রতাপ সরকার বিজয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top