সকল মেনু

অভিজিৎ হত্যা: তদন্তে সিআইডি-এফবিআই বৈঠক

fbi-cidনিজস্ব প্রতিবেদক : ব্লগার ও লেখক অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা-এফবিআই এর তদন্ত দল আজ সিআইডি’র সাথে বৈঠক করেছে।

রবিবার বেলা ১১টার দিকে এফবিআইয়ের তদন্ত দলটি মালিবাগে সিআইডি’র কার্যালয়ে যায়।

সেখানে ঘটনার দিন আলামত সংগ্রহে সংশ্লিষ্ট ‘ক্রাইম সিন ইউনিট’ এর সাথে প্রায় ৩ ঘণ্টা বৈঠক করে এফবিআইয়ের তদন্ত দলটি। বৈঠকে ক্রাইম সিন ইউনিটের সদস্যদের সংগ্রহ করা বিভিন্ন আলামত নিয়ে বিচার-বিশ্লেষণ করেন তারা।

অভিজিৎ হত্যার পর গত বৃহস্পতিবার বাংলাদেশে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা-এফবিআই। ঘটনার রহস্য উন্মোচনে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন, অভিজিতের স্বজনদের সাথেও সাক্ষাৎ করেছে তদন্ত দলটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top