সকল মেনু

কামারুজ্জামানের রিভিউ শুনানি সোমবার

কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশকোর্ট রিপোর্টার : মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের রায়ের বিরুদ্ধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি আগামীকাল (সোমবার)। রোববার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকি এ দিন ধার্য করেন।

মামলাটি আগামীকালের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে আলবদর ও জামায়াত  নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে, গত বছরের ৩ নভেম্বর সংক্ষিপ্ত রায় দিয়েছিল আপিল বিভাগ। যা চার বিচারপতির স্বাক্ষর শেষে এ বছরের ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়। এরপরের দিনই কামারুজ্জামানের মৃত্যুপরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

বিধান অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ থাকায়, গত বৃহস্পতিবার দুপুরে আপিলের রায় পূনঃবিবেচনার আবেদন জানায় আসামিপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top