সকল মেনু

স্বাধীনতার মাসেই নিপুণের দুই চলচ্চিত্র

নিপুনবিনোদন ডেস্ক : সৌভাগ্যের বিষয়ইতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী নিপুণের। চলতি মার্চ মাসে নিপুণ অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে।

নায়করাজ রাজ্জাকের পুত্র চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত কার্তুজ সিনেমাটি আজ শুক্রবার (৬ মার্চ’১৫) সারাদেশে মুক্তি পেয়েছে। এদিকে সরকারি অনুদানে নির্মিত ৭১ এর মা জননী সিনেমাটি চলতি মাসের ২০ তারিখে মুক্তি দেয়ার কথা রয়েছে।

কার্তুজ সিনেমাটি বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরই মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হলো তার। সারাদেশে ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ সিনেমাটি।

রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন- রাজ্জাক, সম্রাট, নিপুণ, ফারজানা রিক্তা, সোহান খান, তুষার খান, শিমুল খান, শিরিন বকুল, শিরিন আলম, আহসানুল হক মিনু প্রমুখ।
পরিচালক সূত্রে জানা গেছে, ছবির গল্প গড়ে উঠেছে পুলিশ বাহিনীর ওপর। অ্যাকশন ধাঁচের। যেখানে প্রতিশোধ, প্রেম-দুটোই দেখানো হয়েছে। ছবির সবগুলো গান লিখেছেন কবির বকুল। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, কনা, কিশোর, রন্টি ও প্রতীক হাসান।
আনিসুল হকের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে শাহ আলম মন্ডল নির্মাণ করেছেন- ৭১ এর মা জননী  সিনেমাটি। এ ছবির নাম ভূমিকায় অর্থাৎ বীরাঙ্গনা জমিলা চরিত্রে দেখা যাবে নিপুণকে। তার বিপরীতে অভিনয় করেছেন- সংগীতশিল্পী আগুন। সিনেমাটি চলতি মাসের ২০ তারিখে মুক্তি দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
এ ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্মরণ, মুরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ, রিমা, ঈশিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান তিথি, পৃথু, সারোয়ার আলম সৈকত, জুয়েল এবং সাজু মেহেদী, সুমাইয়া, মনিকা, সোহানসহ কয়েকজন শিশুশিল্পী।
স্বাধীনতার মাসে নিপুণ অভিনীত মুক্তি পাচ্ছে দুই চলচ্চিত্র। তার মধ্যে একটি সিনেমা মুক্তি যুদ্ধের প্রেক্ষাপটে। এ যেন নিপুণের একাদশে বৃহস্পতি (স্যেভাগ্যের বিষয়)।

২০০৬ সালে রত্মগর্ভা মা সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন নিপুণ। দুঃখজনক হলেও নিপুণ অভিনীত প্রথম এ চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি। নিপুণ অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পিতার আসন।

নিপুণের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- শাহিন কবির টুটুলের এইতো ভালবাসা, রকিবুল আল রাকিবের জান তুমি প্রাণ তুমি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top