সকল মেনু

গোপন আস্তানা: সীতাকুণ্ডে বিস্ফোরক-অস্ত্রসহ শিবিরকর্মী আটক

ctg-arms-10amচট্টগ্রাম প্রতিনিধি : জেলার সীতাকুণ্ডে দুর্গম নুনাছড়া পাহাড়ে শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং বোমা তৈরির আস্তানা থেকে ৭০টি পেট্রোল বোমা, ৫০টি ককটেল, ৬টি আগ্নেয়াস্ত্র এবং ১০টি ধারালো অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মাঝরাত থেকে রোববার ভোর পর্যন্ত টানা ৬ ঘণ্টা অভিযান চালানো হয়। এ সময় ৪ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে নুনাছড়া পাহাড়ের প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে পুলিশ।

এরপর ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে জাফর, সিরাজ ও মদিন নামে তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৭০টি পেট্রোল বোমা, ৫০টি ককটেল, ৬টি আগ্নেয়াস্ত্র এবং ১০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত নুনাছড়া পাহাড়ের প্রশিক্ষণ কেন্দ্রটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে নাশকতা সৃষ্টির জন্য এসব অস্ত্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top