সকল মেনু

‘জরুরি অবস্থা জারি করে হরতাল অবৈধ করা উচিত’

ssc-mizan-13637নিজস্ব প্রতিবদেক : পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকারের জরুরি অবস্থা জারি করে চলমান হরতাল অবরোধ অবৈধ ঘোষণা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

শনিবার সকালে অভিভাবক হিসেবে রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, রাজনীতি যে জনকল্যাণের জন্য, পরীক্ষা চলাকালীন বার বার হরতাল ডেকে বিএনপি তা প্রমাণে ব্যর্থ হয়েছে।

মিজানুর রহমান, ‘পরীক্ষার সময় প্রয়োজনবোধে জরুরি অবস্থা জারি করে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা করা হোক। আমার মনে হয়, এটা করলে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ইতিবাচক হিসেবেই গ্রহণ করতো এবং সকলের জন্য মঙ্গল হতো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top