সকল মেনু

নার্গিস বেগমের বাড়িতে বোমা হামলা ঘটনায় সংবাদ সম্মেলন

 যশোর প্রতিনিধি:  শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তরিকুল ইসলামের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু পত্রিকাটির সম্পাদকসহ সাংবাদিকদের নিরাপত্তা দাবি করেছেন। তরিকুল ইসলামের স্ত্রী ও দৈনিক লোসমাজ পত্রিকার  সম্পাদক নার্গিস বেগমের বাড়িতে পাঁচটি বোমা মারা হয়েছে। এতে বাড়ির দুইতলা ও নিচতলা জুড়ে বিস্ফোরিত বোমার অংশ ও স্পিলিন্টার ছড়িয়ে পড়েছে। জানালার কাচ ভেঙে গেছে। এসময় তিনি ছাড়া বাড়িতে আর কোন বাসিন্দা ছিল না। এই বোমা শব্দে নার্গিস বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু বলেন, বোমা হামলার ব্যাপারে রাতেই কোতয়ালী থানার ওসিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে সকালে ফের যোগাযোগ করা হলে থানার এসআই মিন্টু মিয়া তরিকুল ইসলামের বাড়িতে গিয়ে আলামত সংগ্রহ করেন। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নান্টু। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে বৃহস্পতিবার দিবাগত রাতে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটলেও শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ ছিল নির্বিকার। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বোমাবাজি চলাকালে যোগাযোগ করা হলে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা বলেন, ‘শব্দ শুনছি। কিন্তু কিছুই বুঝতে পারছি না। ফোর্স পাঠাচ্ছি।’শুক্রবার দুপুরে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খুলনায় রয়েছি। ভালো বলতে পারব না।’সংবাদ সম্মেলনে লোকসমাজের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে এই বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম আইউবসহ ইউনিয়নের নের্তৃবৃন্দ। তারা অবিলম্বে এই বোমা হামলার সাথে জড়িতদের আটক ও শাস্তির দাবি জানান। একই সাথে দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদকসহ পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা দাবি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top