সকল মেনু

যশোরে পালিত হচ্ছে উদীচী ট্র্যাজেডির ১৬ বছর

 যশোর প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যশোরে পালিত হচ্ছে উদীচী ট্র্যাজেডির ১৬ বছর। দিবসটি উপলক্ষে সকালে উদীচী প্রাঙ্গণে রক্তদান কর্মসূচী প্রতিবাদী মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বেদীতে শ্রদ্ধা জানায় উদীচী কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃাতিক সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া বিকালে আলোচনা সভা ও প্রতিবাদী গানের আয়োজন করা হয়েছে। সন্ধায় শহীদদের স্মারণে আলোক প্রজ্জ্বলন হবে শহীদ বেদীতে। উল্লেখ্য ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোরের টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভয়াবহ দু’টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন নিহত ও শতাধিক নারী পুরুষ আহত হন। সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন নারকীয় হামলায় সারাদেশের মানুষ হতভম্ব হয়ে পড়েন। ১৫ বছর পার হলেও নৃশংস এ হত্যাকান্ডের মূল ঘাতকদের বিচারের মুখোমুখি করা যায়নি আজও। হত্যাকান্ডের পর পুলিশ পৃথক দু’টি মামলা করলেও রাজনৈতিক হস্তক্ষেপ আর গোজামিলের তদন্তের কারণে বিগত চারজোট সরকারের আমলে দেয়া মামলার রায়ে সব আসামি বেকসুর খালাস পায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top