সকল মেনু

চলচ্চিত্র পরিচালক সোহানের বিরুদ্ধে মামলা

  আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: মানহানির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের সাথী সিনেমা হলের মালিক মিঞা আলাউদ্দিন আদালতে এ মামলা করেন। পরে বাদীর জবান বান্দি গ্রহন করে ঢাকার মহানগর হাকিম আমিনুল হক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৭ জানুয়ারি সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলোনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সংবাদ সম্মেলন করেন। এতে আসামিরা বাদীকে উদ্দেশ্য করে বিবৃত্তি দেন। পরে ওই বিবৃত্তি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিট মিডিয়ায় প্রচার  এবং প্রকাশিত হয়। আসামিদের  দেওয়া উক্ত বিবৃত্তির মাধ্যমে বাদীর ১০ কোটি টাকার সুনাম ও খ্যাতি নষ্ট হয়েছে দাবি করে মামলাটি দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top