সকল মেনু

নারায়ণগঞ্জে ১৫ কোটি টাকা মূল্যের নকল ভোগ্যপণ্য উদ্ধার

ngonjনারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার শিমরাইলে মুনস্টার নামে একটি প্রতিষ্ঠানের অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের নকল মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ও ভোগ্যপণ্য উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে কারখানাটিতে যৌথ অভিযান চালায় র‌্যাব-১০ ও শুল্ক গোয়েন্দা।  এ সময় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, বিদেশি নানা নামী ব্র্যান্ডের বডি স্প্রে, সেন্ট, সেভিং ফোম, এয়ার ফ্রেশনার, আফটার সেভসহ বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী নকলভাবে উৎপাদন করা হতো এ কারখানায়।

এছাড়াও, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রসাধনী শুল্ক ফাঁকি দিয়ে এ দেশে নিয়ে এসে অবৈধভাবে বাজারজাত করতো তারা।  পাশাপাশি বিভিন্ন দামী ব্র্যান্ডের খালি মোড়ক মিথ্যা ঘোষণা দিয়ে নিয়ে এসে স্থানীয়ভাবে ক্ষতিকর ও নিম্ন মানের পদার্থ রিফিল করে বাজারজাতও করা হতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top