সকল মেনু

আমরা আমাদের সংবিধান অনুযায়ী চলবো – খালিদ মাহমুদ চৌধুরী এমপি

 বেলাল উদ্দিন, দিনাজপুর থেকেঃ  আমরাও হরতাল অবরোধ করেছি। দাবী আদায়ে জনগণের সমর্থন নিয়ে তা করেছি। কিন্তু বর্তমানে হরতাল অবরোধের নামে যা করা হচ্ছে তা কখনও রাজনীতি হতে পারে না। এটা সম্পূর্ণ অপরাজনীতি। আজকে মাতুগর্ভে অগ্নিদগ্ধ হয়ে মা ও শিশু মৃত্যুবরণ করছে। নিরীহ পথযাত্রী, বাস, ট্রেন, সিএনজি যাত্রী, তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। গণতন্ত্রে সংলাপ অপরিহার্য। কিন্তু আমরা কার সঙ্গে সংলাপ করবো। যারা দেশের জনগণকে জিম্মি করে রাজনীতি করতে চাইছে, তাদের সাথে সংলাপ হতে পারে না। কেননা যারা ক্ষমতার বাহিরে থাকবে তারা একই ভাবে জনগণকে জিম্মি করে অবৈধ কিছু দাবী তোলার অপচেষ্টা করবে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে ব্যার্থতার পরিচয় দিয়েছেন। আজও তিনি ২০ দলীয় জোটের নেত্রী হিসাবে ব্যার্থতার পরিচয় দিয়ে চলছেন। তার ব্যার্থ রাজনীতির কারণে বিএনপি আজ সভা, সমাবেশ তো দূরের কথা অযৌক্তিক আন্দোলনে জনগণের সমর্থন আদায় করতে পারছে না। বাংলার জনগণের সমর্থন না পেয়ে ইইউ এর ভূয়া বিবৃতি এবং ভারতের বিজেপি সভাপতির সাথে ফোনালাপ করে ব্যার্থ হয়েছেন। বাংলাদেশ জাতিসংঘের সদস্য। কিন্তু এর মানে এই নয় জাতিসংঘের প্রেসক্রিপশন মেনো চলবো। আমাদের নিজস্ব সংবিধান রয়েছে। আমরা আমাদের সংবিধান অনুযায়ী চলবো। বুধবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অস্বচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাগণের মাঝে অনুদান ও বাড়ীর চাবী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম অরু, ডেপুটি কমান্ডার রহমান আলী, সহকারী কমান্ডার মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফিরোজা বেগম সোনা, উপজেলা প্রকৌশলী মোঃ মুসা, সমাজ সেবা অফিসার আনিছুর রহমান, যুব উন্নয়ন অফিসার আব্দুল ছালেক খোকন প্রমূখ। বিকালে উপজেলার পৌরশহরের শংকরপুর মোড় হতে ধুকুরঝাড়ীর নবনির্মিত পাকা রাস্তা ও সদর ইউপি’র ভাটপাড়া হতে মুকলিশপুর সড়কে নবনির্মিত মরহুম শাহ ইউসুফ আলী সেতুর শুভ উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top