সকল মেনু

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যাক্তি

indexহটনিউজ২৪বিডি.কম, ঢাকা: আজ সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয় এ বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপুর্ণ কাজের অবদানের স্বীকৃত স্বরূপ ৮ ব্যাক্তিকে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরস্কারের জন্য মনোনীতরা হলেন-মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী,  রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মামুন মাহমুদ, সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ্ এএসএম কিবরিয়া, প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ, সাহিত্যে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। এছাড়াও সাংস্কৃতিক ক্ষেত্রে চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ হোসেন মন্ডল এবং সাংবাদিকতায় প্রয়াত সন্তোষ গুপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫শে মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top