সকল মেনু

বিএসএফ বাংলাদেশী ২ ‘রাখালকে’কে ধরে নিয়ে বনগাঁ পুলিশে দিয়েছে

 যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত সংলগ্ন পুটখালি এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের উপর হামলার অভিযোগ এনে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই গরুব্যবসায়ীর স্বজনরা বলছে মঙ্গলবার সন্ধায় গরু নিয়ে ফেরার সময় পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে পৌছালে বিএসএফ গরু ব্যবসায়ীদেরকে ধাওয়া দিয়ে ওদের দুই জনকে ধরে ফেলে। পরে আংরাইল ক্যাম্পের বিএসএফ তাদেরকে ক্যাম্পে নিয়ে যায়। আটক দুই গরু ব্যবসায়ী হচ্ছেন, যশোরের শার্শা উপজেলার পুটখালি গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুল্লাহ(২০) ও খুলনার খানজাহান আলি থানার মুশিখালি গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেল হোসেন(২২)। খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানী কমান্ডার সুবেদার সামসুর রহমান আজ দুপুরে আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরু ব্যবসায়ীদের স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিএসএফের সাথে যোগাযোগ করলে তারা তাদের উপর হামলার অভিযোগে দুই যুবককে পুলিশে দিয়েছে বলে জানায়। ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে বনগাঁ থানার হেফাজতে দেওয়া হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top