সকল মেনু

সীমান্তবর্তী জেলা নীলফামারীতে বিরাজ করছে সোয়াইন ফ্লু আতঙ্কিত

imagesমো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে দিনদিন বেড়েই চলেছে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা। নীলফামারী জেলা ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ ঘেঁষা হওয়ায় এবং দু’ দেশের মধ্যে বিভিন্ন ভাবে মানুষের চলাচল থাকায় এ জেলাতেও সোয়াইন ফ্লু’র আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষদের মধ্যে। সোয়াইন ফ্লু’র জীবাণুর প্রধান বাহক শুকুর। জেলার অন্যান্য সম্প্রদায়ের মানুষ শুকুর পালন না করলেও বাঁশফোড় (হরিজন) সম্প্রাদায়সহ বেশ কয়েকটি জনগোষ্ঠী সনাতন পদ্ধতিতে শুকুর পালন করে থাকেন। যা লোকালয়সহ শহরের যত্র-তত্র ঘুরে বেড়ায়। এ ছাড়া, সোয়াইন ফ্লু’তে আক্রান্তের জীবাণু এক মানব দেহ থেকে অন্য মানব দেহে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এখন পর্যন্ত জেলার কোথাও সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংবাদ পাওয়া যায়নি। তবে, সীমান্ত লাগোয়া হওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন জেলার সাধারণ মানুষ। মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী সোয়াইন ফ্লু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচি থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত জেলার সরকারি স্বাস্থ্য বিভাগ থেকে কোন প্রকার প্রচার প্রচারণা লক্ষ্য করা যায়নি। এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জনের সাথে মুঠোফোনে বারবার কথা বলার চেষ্টাা করেও তাঁকে পাওয়া যায়নি।এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নীলফামারী সীমান্তবর্তী জেলা হলেও ভারতের সাথে সরাসরি যোগাযোগের কোন ব্যবস্থা না থাকায় এখানে সোয়াইন ফ্লু’র আশংকা সেই হারে কম। তবে, এ বিষয়ে কোন মেডিকেল টীম গঠন করা হয়েছে কিনা তা আমার জানা নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top