সকল মেনু

হাজীগঞ্জ প্রেসক্লাবের অবিষেক অনুষ্ঠিত

নিজস্ব  বার্তা পরিবেশক, চাঁদপুর।- রোববার হাজীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ মধ্য বাজারে সাবেক পৌর ভবনের চতুর্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫  আসনের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আঃ রশিদ মজুমদার, পৌর মেয়র আলহাজ আঃ মান্নান খান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব অরুণ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, ঢাকাস্থ কলাবাগান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, রোটারী ক্লাব অব হাজীগঞ্জ-এর প্রেসিডেন্ট আলহাজ ইমাম হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, ১০নং গন্ধর্ব্যপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ দুলাল, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইকবালুজ্জামান ফারুক, প্রতিষ্ঠাতা কার্যকরী সদস্য মাহমুদুল বাসার, যুগল কৃঞ্চ হালদার, গাজী সালাহউদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর আলম পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল।
অভিষেক অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ ছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রয়াত চারণ কবি সামছল হক মোল্লা, প্রতিষ্ঠাতা অধ্যাপক বশির হোসেন চৌধুরী ও আমির হোসেন মজুমদারের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট এবং হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক মানবসমাজ, নতুনের ডাক ও আমার কণ্ঠের সম্পাদকদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top