সকল মেনু

নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো খারাপ হয়েছে: অর্ধেক মার্কিন ভোটার

  আন্ত: ডেস্ক,হটনিউজ২৪বিডি.কম:  ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমেরিকায় আমন্ত্রণের বিরোধিতা করেছে প্রায় অর্ধেক মার্কিন ভোটার। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এবং টিভি চ্যানেল এনবিসি  পরিচালিত নতুন মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার কথা রয়েছে নেতানিয়াহুর এবং তার আগে মতামত জরিপের ফলাফল প্রকাশ করা হলো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা না করে কংগ্রেসে ভাষণ দেয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়ে রিপাবলিকান দলের নেতার খারাপ কাজ করেছেন। মতামত জরিপে অংশগ্রহণকারী আমেরিকার ৪৮ শতাংশ মানুষ এ মত ব্যক্ত করেছেন।

অন্যদিকে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন বিপাবলিকান দলের স্পিকার জন বোয়েনার এবং তার এ পদক্ষেপকে সমর্থন করেছে মাত্র ৩০ শতাংশ মার্কিন ভোটার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top