সকল মেনু

নীলফামারীতে সংখ্যালঘু পরিবারের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

Manabমো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌর শহরের মাথাভাঙ্গা কাচারীপাড়া এলাকার লক্ষ্মন চন্দ্র বর্মনের নামে এক সংখ্রালঘু পরিবারের জমি অবৈধভাবে দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। এমনকি ওই পরিবারকে ভিটেমাটি ছাড়া করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও জমি উদ্ধারের দাবিতে ওই সংখ্যালঘু পরিবারটি মানববন্ধন করেছে। শনিবার জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন লক্ষ্মন চন্দ্র বর্মন (৮০) তার স্ত্রী সুশিলা রানী (৭০), পুত্র প্রফুল¬ চন্দ্র বর্মন, মেয়ে রানী বর্মন ও পুত্রবধূ সত্যরানী রায় এবং নাতি-নাতনীরা। এ ব্যাপারে জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। যদি কেউ অবৈধভাবে জমি দখল করে নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top