সকল মেনু

অপরাজেয় বাংলায় অভিজিতের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

ovijit-up-edনিজস্ব প্রতিবদেক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায় এর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

এর আগে, রোববার সকাল ১০টায় ঢাকা মেডিকেলের হিমঘর থেকে অভিজিৎ রায়ের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বুয়েট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।

এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে।  সেখানে অভিজিৎকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন কবি, সাহিত্যিক, শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠন।

এসময় অভিজিৎ হত্যার বিচার দাবি করেন বিশিষ্টজনরা। দেশের মুক্তচিন্তার মানুষের ওপর আগের হামলাগুলোর বিচার না হওয়ার কারণেই বারবার এ ধরণের ঘটনা ঘটছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।  শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে টিএসসি এলাকায় দুর্বৃত্তদের হামলায় অভিজিৎ নিহত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top