সকল মেনু

‘অভিজিত-হুমায়ুন আজাদের হত্যাকারীরা একই চক্রের’

discussনিজস্ব প্রতিবেদক : ব্লগার অভিজিত রায় ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের হত্যাকারী একই উগ্রপন্থী চক্রের সদস্য বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট সদস্যরা। রাজধানীর একটি হোটেলে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আয়োজিত নাগরিক সংলাপে তারা বক্তব্য দেন।

এ সময় বক্তারা কথিত দেশবিরোধী সুশীল সমাজের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে উল্লেখ করে, সরকারের কাছে জামায়াত শিবির নিষিদ্ধেরও দাবি জানান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘আমাদের সন্ত্রাস বিরোধী বলয় গড়ে তুলতে হবে। সংলাপ করে জামায়াত শিবিরের সন্ত্রাস বিরোধী কার্যক্রম থেকে বিরত রাখা যাবে না।’

এফবিসিসিআই সাবেক সভাপতি আনিসুল হক বলেন, ‘একজন সাধারণ নাগরিকের পক্ষ থেকে আমি নিজেকে নিরাপদ মনে করি না। আজকে এর সমাধান হবে, তারপর আবার শুরু হবে।’

নিরাপত্তা বিশ্লেষক মেজর জে. (অব:) মো.আবদুর রশিদ বলেন, ‘রাজনৈতিক অধিকারের নামে এই বাঁচার অধিকার আর জীবিকার অধিকারকে খর্ব করার কোন প্রচেষ্টাতে কেই সম্মত হননি। এখানে গুরুত্ব দিতে হবে যে সংস্কৃতি থেকে এই পেট্রোল বোমা যাতে মুছে দেয়া যায়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top