সকল মেনু

সৈয়দপুরে পৌর কাউন্সিলরসহ বিএনপির’র ৯ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

নীলফামারীমো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে নাশকতার অভিযোগে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় এক পৌর কাউন্সিলরসহ ৯ জন বিএনপি নেতাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র ( চার্জশীট) দাখিল করা হয়েছে। চীফ জুডিশিযাল ম্যাজিষ্ট্রেট আদালত নীলফামারীতে এই চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র রায়। অভিযুক্তরা হলো সৈয়দপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মোহাম্মদ আলী, হাফিজুল ইসলাম হাফিজ, নূর ইসলাম ওরফে ময়নুল, জাহাঙ্গীর আলম, মাসুদ ড্রাইভার, বিপ্লব, মকবুল হোসেন, রনি ও এনামুল হক। এর মধ্যে হাফিজুল ইসলাম হাফিজ ও নূর ইসলাম ওরফে ময়নুল পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র রায় জানান, মামলা দায়েরের ৭ কার্যদিবসের মধ্যেই পুলিশী তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। সৈয়দপুর শহরের বাইপাস সড়কে নীলফামারী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীর প্রাইভেট কার ভাংচুর ও নাশকতার অভিযোগে ওইসব বিএনপি নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top