সকল মেনু

কুড়িগ্রামে ব্র্যাক পল্লী সমাজের সদস্যদের স্ব-নির্ভরশীলতা অর্জন

Kurigram Trainning news_ Picকুড়িগ্রাম প্রতিনিধি : জেলার সদর উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির হলোখানা ইউনিয়নের হিমের কুটি মাস্টারেরর হাট ও খামার হলোখানা পল্লী সমাজের সদস্যরা  স্থানীয় এনজিও  ইএসডিও থেকে কুটির শিল্প প্রশিক্ষণ গ্রহণ করে স্ব-নির্ভরশীলতা অর্জন করেছে। প্রথমে এ দুটি পল্লী সমাজের সদস্যরা পাপোস, টেবিল ম্যাট ও সিকা বানানোর ২ মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। তারপর, প্রশিক্ষণ শেষে রংপুরের চরোশি শতরঞ্জি কোম্পানি থেকে ১ লক্ষ পিস পাপোস বানানোর অর্ডার পায়। বর্তমানে এ দুটি পল্লী সমাজের সদস্যরা কোম্পানির দেয়া ১ লক্ষ পিস পাপোস বানানোর অর্ডার বাস্তবায়ন করছে। হিমের কুটি মাস্টারের হাট পল্লী সমাজের সদস্য আঞ্জুয়ারা বেগম বলেন যে, আমাদের এলাকা চর অঞ্চল হওয়ায় এ সময়ে কোন কাজ থাকে না। এ সময়ে এ অঞ্চলের লোকেরা বেকার সময় কাটাত। পল্লী সমাজের সদস্যদের আয় বৃদ্ধিমূলক কুটির শিল্পের প্রশিক্ষণের মাধ্যমে এ অঞ্চলে বিশেষ করে পল্লী সমাজের সদস্যদের বেকারত্ব দূর হয়েছে। এখন আমরা কাজের মাধ্যমে দিন পার করছি এবং সংসারে বাড়তি টাকা আয় করছি। যা দিয়ে পরিবারে ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ যোগানোসহ সংসারের যাবতীয় খরচ বহন করতে পারছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top