সকল মেনু

সৈয়দপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন পুলিশী বাঁধায় পন্ড

Manabbondhonমো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যত্র সরিয়ে নেয়ার প্রতিবাদে আয়োজিত বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব সৈয়দপুরের ব্যানারে বেলা ১১টায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে। সর্বস্তরের মানুষ জড়ো হয়ে মানববন্ধনের আয়োজন করার সময় থানা পুলিশ এসে বাঁধা দেয়। ফলে মানববন্ধন না করে আয়োজকরা স্থান ত্যাগ করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, মানববন্ধনকারীদের পূর্বানুমতি না থাকায় মানববন্ধন করতে দেয়া হয়নি। অপরদিকে ইঞ্জিনিয়ার্স অ্যাসেসিয়েশন অব সৈয়দপুরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ আনিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়ে গণতন্ত্র চর্চার পথ রুদ্ধ করে দিয়েছে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান। উল্লেখ্য, গত ১৫ ফেব্র“য়ারি সৈয়দপুরে আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। এটি সরিয়ে নেয়ার জন্য একটি মহল তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top