সকল মেনু

হামলায় আহত অভিজিতের ঢামেকে মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক,হটনিউজটুয়েন্টেফোরবিডিডট কম,ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আহত দম্পতির মধ্যে স্বামী অভিজিত রয় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ হটনিউজটুয়েন্টেফোরবিডিডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাত ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিত ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ (৩৪)। অভিজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে। রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা আমেরিকা থেকে এসে রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। অভিজিত রায়ের মাথায় এবং রাফিদা আহম্মেদের মাথা ও বাম হাতে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পরে একটি অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক জীবন আহম্মেদ এবং শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।

ওই সময়ই তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top