সকল মেনু

বাংলাদেশে আইটি এবং চামড়া খাতে বিনিয়োগে আগ্রহী সুইডেন

trade-swis-e-12625নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত উয়োহান ফ্রিসেল। তবে শিগগিরি এ অবস্থার উত্তরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এসময় খাদ্যপণ্য উৎপাদন, আইটি এবং চামড়া খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানান সুইডিশ রাষ্ট্রদূত। এছাড়া, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে সুইডেনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সুইডেনে বাংলাদেশ ৪শ’২১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। বিপরীতে আমদানি করে ৭০ মিলিয়ন ডলারের পণ্য।

সুইডেনের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা কাজে লাগিয়ে আরো বেশি পণ্য রপ্তানির উদ্যোগ নেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top