সকল মেনু

‘মামলার স্বার্থেই গ্রেফতারি পরোয়ানা’

kajalনিজস্ব প্রতিবেদক : বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেছেন, বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

তাকে গ্রেফতারের বিষয়ে এখন আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

তবে বেগম জিয়ার গ্রেফতারি পরোয়ানার পক্ষে দুদকের পক্ষ থেকে কোন আবেদন করা হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মোশারফ হোসেন কাজল আরও বলেন, ‘মামলার কার্যক্রম চালাতে হলে আসামির উপস্থিতি প্রয়োজন। এছাড়া তার হয়ে কোন আইনজীবীও প্রতিনিধিত্ব করতে পারেন। তবে যে কারণেই হোক তিনি নিজে আসছেন না বা তার পক্ষে কোন আইনজীবীও প্রতিনিধিত্বের আবেদন করেন নি। আর এর পরিপ্রেক্ষিতেই মামলা চালানোর স্বার্থে আদালত পরোয়ানা জারি করেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top