সকল মেনু

দ.আফ্রিকায় ইসরাইলের সাইবার হামলা হুমকির নথি ফাঁস

isr-hackআন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে বয়কটের প্রচারণা বন্ধ করার শর্তে মোসাদের সাবেক গোয়েন্দা কর্মকর্তা দক্ষিণ আফ্রিকায় সাইবার হামলা চালানোর যে হুমকি দিয়েছিলো তার নথি ফাঁস করার হয়েছে।

নথিতে উল্লেখিত বিভিন্ন তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী প্রবীণ গার্ধানকে সূত্রহীন এক চিঠিতে ৩০ দিনের মধ্যে ইসরাইলী বিরোধী প্রচারণা বন্ধ করাতে বলা হয়। অন্যথায় দেশটির ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক খাতে সাইবার হামলা চালানোর হুমকি দেয়া হয় ওই চিঠিতে।

পরে দক্ষিণ আফ্রিকার গোয়েন্দা সংস্থা স্টেট সিকিউরিটি এজেন্সি-এসএসএ জানায়, মোসাদের ওই সাবেক কর্মকর্তা টাক্সনেট ও ফ্লেম ভাইরাস তৈরির কাজে যুক্ত ছিলো। যা ২০১০ সালে ইরানের বুশেহর পরমাণু প্রকল্পের কম্পিউটার হ্যাক করে প্রকল্পটির এক পঞ্চমাংশ অচল করে দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top