সকল মেনু

সৈয়দপুরে বাসার ভাড়াটিয়ার বিরুদ্ধে মামলা

মো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার সৈয়দপুরে ভাড়াটিয়া হিসেবে বাসায় অবস্থান করে মালিকের সাথে সুসম্পর্ক স্থাপন করে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নীলফামারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে-১ পৃথক দুটি মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে চিরিবন্দর উপজেলার ঘুঘুরাতলীতে অবস্থিত আমেনা বাকি রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ও নীলফামারীর ডোমারের বোড়াগাড়ি বাজারের শেখ কামরুদ্দিনের কন্যা মোছা. রুমানা আক্তার কে। মামলার বাদী হয়েছেন সৈয়দপুরের নতুন বাবুপাড়ার আমিনুল ইসলাম সবুজ। মামলা সূত্রে জানা যায়, ওই মহিলা ভাড়াটিয়া হিসাবে অবস্থানের কারণে বাদী ও তার মধ্যে সম্পর্ক ঘনিষ্ট হয়। সেই সুবাদে রুমানা আক্তার বাদীর নিকট বাবার ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময় ২০১২ সালে ২ লাখ ৭৫ হাজার ও ২০১৩ সালে ১ লাখ ২৫ হাজার টাকাসহ মোট ৪ লাখ টাকা কর্জ হিসাবে গ্রহণ করেন। বাদী সরল বিশ্বাসে ওই টাকা প্রদান করেন। রুমানা আক্তার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে কর্জের টাকা অল্প কিছুদিনের মধ্যে পরিশোধ করবেন বলে অঙ্গিকার করেন। বার বার টাকার জন্য তাগিদ দেয়া হলেও তালবাহানা করা হয়। এছাড়া বাদীকে মিথ্যা নারী নির্যাতন মামলা বা অন্য কোন মামলায় ফেলে হয়রানি করার হুমকি প্রদর্শন করে আসছেন। বাদী গত ১ ফেব্র“য়ারি নীলফামারী জজ কোর্টের অ্যাডভোকেট ছামিউল ইসলামের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালেও কোন সদুত্তর মিলেনি। ফলে বাদী টাকা আদায়ের জন্য দন্ডবিধির ৪১৭/৪০৬ ধারায় ওই মামলা দুটি করেন। আদালত মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সৈয়দপুর পৌরসভার মেয়র বরাবরে প্রেরণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top