সকল মেনু

বাস্তবায়নের পথে এগুচ্ছে মেট্রোরেল প্রকল্প

metro railনিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে সরকারের নতুন প্রকল্প মেট্রোরেল। এর আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রো সিক্স প্রকল্পের সব জরিপ কাজ প্রায় শেষ। সংসদে বিল পাস হওয়ার পরই ইঞ্জিন ও কোচ ক্রয় করতে প্রথম আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার।

যোগাযোগ সচিব জানালেন, ২০১৬ সালে শুরু হবে অবকাঠামো নির্মাণ কাজ, আর ২০১৯ সালের শুরুতেই নগরবাসী এই পরিবহনের সুবিধা ভোগ করতে পারবেন।

মেট্রোরেল, যানজটে অতিষ্ঠ নগরবাসীর নতুন স্বপ্ন দ্রুতগতির এই গণপরিবহন। একেকটি ট্রেন রাজধানীর উত্তরা থেকে মিরপুর, ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক এক শূন্য কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৩৭ মিনিট।

আর এই রুটে ১ ঘণ্টায় যাতায়াত করতে পারবেন ৬০ হাজার যাত্রী।

১৬টি স্টেশনে ৪ মিনিট পরপরই পাওয়া যাবে ট্রেন। একনেকে ২০১২ সালে প্রকল্পটির অনুমোদন হলেও এরই মধ্যে পেরিয়ে গেছে দু’টি বছর। সবশেষ ২৬ জানুয়ারি সংসদে পাস হয় মেট্রোরেল বিল।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম. এ. এন ছিদ্দিক বলেন, ‘রুট কোন দিক দিয়ে হবে সেটি চূড়ান্ত করা হয়েছে। বাকি যে কন্সট্রাকশনগুলো রয়েছে সবগুলোর জন্য এই অর্থ-বছরে আরো ৭টি কন্ট্রাক্ট প্যাকেজ আছে সেগুলোর টেন্ডার আহ্বান করা হবে।’

তিনি আরো বলেন, ‘এখন আমরা প্রত্যাশিত মাত্রায় যানজট কমাতে পারছি না। মেট্রোরেল চালু হলে আশাকরি উভয় দিকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।’

২০১৬ সালের জানুয়ারি থেকেই পূর্ত কাজগুলো শুরু হয়ে যাবে বলে জানান তিনি।

সড়ক বিভাজনের উপর নির্মাণ করা হবে সেতু আর তাতে চলবে ট্রেন। এখন চলছে ভূতাত্ত্বিক জরিপ কাজ।

এদিকে ডেভেলপমেন্ট কন্সট্রাকশন লি: এর ইঞ্জিনিয়ার মো. সাইদুর রহমান বলেন, ‘উত্তরা থার্ড ফেজ থেকে কাজ শুরু করা হয়েছে। মতিঝিলে গিয়ে শেষ হবে। মোট ভূতাত্ত্বিক জরিপের কাজ ২০ দশমিক ১ কিলোমিটার।’

মোট ভূতাত্ত্বিক জরিপের কাজ প্রায় শেষের দিকে চলে আসছে বলেও জানান তিনি।

মেট্রো সিক্স প্রকল্পের ২২ হাজার কোটি টাকার মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাইকা। আর বাকি টাকার যোগান দেবে সরকার। তবে কাজ দ্রুত শুরু না করলে ব্যয় বেড়ে যাবে বলে আশঙ্কা এই যোগাযোগ বিশেষজ্ঞের।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস. এম সালেহ উদ্দিন বলেন, ‘গণপরিবহন হিসেবে বাস দিয়ে সমস্যার সমাধান করা যাচ্ছে না। এ অবস্থায় সরকারের কাছে মেট্রো সিক্সের ছাড়া কোনো বিকল্প নেই। এটাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যে দুই বছরের বেশি সময় হারিয়ে ফেলেছি যা ছিল ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের প্রজেক্ট, আর সেটি এখন দুই বিলিয়ন ডলারের বেশি হয়ে গেছে।’

মেট্রো সিক্স প্রকল্প বাস্তবায়ন হলে এই এলাকায় যানজট কমবে। তবে নগরীর অন্য এলাকায় যানজট কমাতে দ্রুত মেট্রোরেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top