সকল মেনু

কুড়িগ্রামে প্রায় ২ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : Kurigram Drug Destroyed By BGB photo-(1) 23.02.15কুড়িগ্রামে প্রায় ২ কোটি টাকা মূল্যের মদ, ফেনসিডিল ও গাঁজা ধ্বংস করেছে বিজিবি।সোমবার দুপুরে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য অধিদপ্তরের সহযোগীতায় এবং ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রাম এর ব্যবস্থাপনায় এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য জব্দ করে বিজিবি। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ১০ হাজার ৭শ ৮ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ, ৩ হাজার ৪শ ২১ বোতল ফেনসিডিল ও ৩শ ১৪ কেজি গাঁজা। বুলডোজার দিয়ে মদ ও ফেনসিডিল ভেঙ্গে ফেলার পর গাঁজা পোড়ানো হয়। এসময় বিজিবি  রংপুর সেক্টরের উপ-মহাপরিচালক মোঃ জুলফিকার আলী, কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক মোঃ জাকির হোসেন, ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এটিএম হেমায়েতুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলাম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুড়িগ্রাম রেঞ্জ এর তত্ত্বাবধায়ক মোঃ নবাব আলী, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top