সকল মেনু

মৌলভীবাজারে বোনের বিয়েতে খুন হলো ভাই; আটক বরযাত্রী-৫

 মৌলভীবাজার প্রতিনিধি,হটনিউজ২৪বিডি.কম: বোনের বিয়ে অনুষ্ঠানে বরপক্ষের আক্রমনণে প্রাণ হারালেন চাচাত ভাই হুমায়ূন আহমদ (২১)। এরপর উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নারী-পুরুষসহ ৫ জনকে আটক করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ ২২ ফেব্রুয়ারি রোববার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি কমিউনিটি সেন্টারে। সংঘর্ষ চলাকালে সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ৩০ মিনিটের মত যানবাহন চলাচল বন্ধ ছিল। মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি গ্রামের মৃত ইসকন্দর মিয়ার মেয়ের সাথে সিলেটের ওসমানিনগর থানার ব্রাহ্মণগ্রামের খছরু মিয়ার ছেলে কমরু মিয়ার বিয়ে আয়োজন চলছিল সরকারবাজার এলাকার একটি কমিনিউটি সেন্টারে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এক বরযাত্রী কনের চাচাত ভাই হুমায়ূনকে প্লেট ও কাচের পানির গ্লাস দিয়ে মাথায় ও গলায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়, আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে সে মারা যায়। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে সংঘর্ষের পর কনেকে রেখে বর ও সহযাত্রীদের অনেকে পালিয়ে গেলেও এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ বরযাত্রীকে আটক করেছে। আতঙ্কে কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ আসার পর যান চলাচল স্বাভাবিক হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৫ বরযাত্রীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top