সকল মেনু

‘প্রতিযোগিতার কারণে ডুবেছে এমএল মোস্তফা’

'প্রতিযোগিতার কারণে ডুবেছে এমএল মোস্তফা'নিজস্ব প্রতিবেদক : ফিটনেসের কারণে নয়, প্রতিযোগিতার কারণেই পদ্মা নদীতে এম এল মোস্তফা লঞ্চ ডুবে গেছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। লঞ্চডুবির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চডুবির ঘটনার পর সন্ধ্যায় রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌ-পরিবহনমন্ত্রী এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘যারা চালক ছিল তাদের একটা অসম প্রতিযোগিতা, কার আগে কে বেরিয়ে যাবে এই একটা মানসিকতা হয়তো কাজ করেছিল। মনে হয় না এর সঙ্গে ফিটনেসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। কারণ এইটা তো বোঝা যায়। আর আমাদের লঞ্চে ফিটনেস নেই এমন কোনো লঞ্চ নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top